লালমনিরহাট সদরে পুকুরে গোসল করতে নেমে রহমাতুল্লাহ (৭) ও আব্দুল্লাহ (১২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার হারহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো হারাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুজন মিয়ার ছেলে রহমতুল্লাহ ও একই এলাকার আপন মিয়ার ছেলে আব্দুল্লাহ।
হারাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মহুবর রহমান বলেন, ওই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। দুপুরে বৃষ্টির সময় তারা পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
হারাটি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওমর ফারুক বলেন,পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রবিউল হাসান/এসআর