দেশজুড়ে

ব্যাটারিচালিত দুই ভ্যানের সংঘর্ষে নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরের শিবচরে দ্রুতগামী ব্যাটারিচালিত দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাফিয়া বেগম (৫০) নামে এক নারীর ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে শিবচর পৌরসভার খানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত সাফিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সাফিয়া বেগম শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পল্লী কুমেরপাড় গ্রামের আইয়ুব আলী মোল্লার স্ত্রী।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সাফিয়া বেগম তার মেয়েকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। শিবচর থেকে পাচ্চর বাসস্ট্যান্ডের উদ্দেশে ভ্যানে করে শিবচর পৌরসভার খানকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাফিয়া বেগমের পা বিছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সোলায়মান সুজন বলেন, ব্যাটারিচালিত দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ওই নারী বিচ্ছিন্ন পাসহ আমাদের হাসপাতালে আসেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম