দেশজুড়ে

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচিতে রুবেল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে হত্যার ঘটনা ঘটে। নিহত যুবক বেলকুচি পৌরসভার চালা সাত মাথা মহল্লার লোকমান হোসেনের ছেলে।

আরও পড়ুন: ইজিবাইক হারানো সেই হায়দারের পাশে দাঁড়ালো পুলিশ

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুবেল প্রতিদিনের মতো সন্ধ্যার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে বসে ছিল। হঠাৎ কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তের হাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনাটি জোরালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এম এ মালেক/জেএস/জেআইএম