ক্যাম্পাস

ছুটি শেষে ক্লাস শুরু, শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস

ঈদ ও গ্রীষ্মের ২৮ দিনের ছুটি শেষে শুরু হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের একাডেমিক কার্যক্রম।

রোববার (১৬ জুলাই) সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস। ছুটির পর ক্লাস শুরুর প্রথম দিনে সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের ঈদোত্তর শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে ১৮ জুন থেকে ছুটি ছিল। তবে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছিল ৯ জুলাই থেকে।

আরও পড়ুন: যবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন ড. আনিছুর রহমান

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিয়া তালাত জাগো নিউজকে জানান, ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়কে খুব মিস করেছি। ছুটির পর ক্যাম্পাসে এসে সবাইকে আবার কাছে পেয়ে খুব ভালো লাগছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী। দীর্ঘ ছুটির পর আজ শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নিয়েছে।

এম এ মালেক/জেএস/জেআইএম