সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের শেয়ারাবাজারে সূচকের পতন ধারায় লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এদিন সূচকের সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭০ কোটি টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৫ কোটি টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩৫ কোটি টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬৬ পয়েন্ট কমে ৮ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৯ পয়েন্ট কমে ৯৯৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৭০০ পয়েন্টে এবং সিএসআই সূচক ৬ পয়েন্ট কমে ৯৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮০টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৭ লাখ টাকা। এসআই/এআরএস/আরআইপি