উইনিং কম্বিনেশন পরিবর্তন করলো বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা।
একাদশে ফিরেছেন ব্যাটার আফিফ হোসেন ধ্রুব ও পেসার হাসান মাহমুদ। পেসার শরিফুুল ইসলাম নেই আজ, কাঁধের চোটে বাইরে চলে গেছেন ওপেনার রনি তালুকদার।
আফগানিস্তান দলেও এসেছে একটি পরিবর্তন। অভিষেক হচ্ছে ডানহাতি পেসার ওয়াফাদার মোমান্দের। ফরিদ আহমেদ বাদ পড়েছেন একাদশ থেকে।
বাংলাদেশ একাদশলিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশরহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি।
এমএমআর/জিকেএস