দেশজুড়ে

ব্রিজে অতিরিক্ত টোল আদায়-মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

ব্রিজে অতিরিক্ত টোল আদায় ও মারধরের প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পরে হাজার হাজার যাত্রীরা। দুর্ভোগের শিকার হন রোগীরাও।

রোববার (১৬ জুলাই) দুপুর দেড়টা থেকে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারধরের শিকার জুথী পরিবহনের সুপারভাইজার মো. শাকিল বলেন, আমাদের কাছে আরও বেশি টোল দাবি করা হয়। না দিলে টোলের লোকজন বাসে ইট নিক্ষেপ করে এবং পেছনের গ্লাস ভাঙচুর করে। এটা জিজ্ঞেস করতে নামলে তারা আমাকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন।

পটুয়াখালী সদর থানার ওসি বলেন, টোল আদায় নিয়ে শ্রমিকদের সঙ্গে একটি সমস্যা হয়েছে। দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখে তারা। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। টোল আদায়ের সমস্যা ও মারধরের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুস সালাম আরিফ/এসজে/জিকেএস