দেশজুড়ে

ভোলায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

ভোলা সদর উপজেলায় ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হেলাল কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের মো. হোসেন আহম্মেদের ছেলে

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালাই। এ সময় লঞ্চঘাটের পন্টুন থেকে হেলাল উদ্দিন নামে ওই রোহিঙ্গা যুবককে আটক করি। তার কাছে ১ হাজার ৩২৫ পিস ইয়াবা পাওয়া যায়। আটক রোহিঙ্গার বিরুদ্ধে ভোলা মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম