বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পেশ করা হয়েছে। বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ২০১৫ সালের প্রতিবেদন জমা দেন এর চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।এসময় কমিশনের একটি প্রতিনিধি দলও ছিলো তার সঙ্গে। কমিশন চেয়ারম্যান বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসএ/এআরএস/এমএস