দেশজুড়ে

গাইবান্ধায় ইউপি নির্বাচন: সুন্দরগঞ্জে নৌকার মাসুম বিজয়ী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মেহেদী মোস্তফা মাসুম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম এ ফলাফল ঘোষণা করেন।

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেদী মোস্তফা মাসুম নৌকা প্রতীকে ৪ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম টেবিল ফ্যান প্রতীকে ৩ হাজার ৫০৮ ভোট পেয়েছেন।

এছাড়াও, জাতীয় পার্টি মনোনীত মো. মাইদুল ইসলাম লাঙ্গল প্রতীকে ৮৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী রমজান আলী আনারস প্রতীকে ৩ হাজার ৪৪০ ভোট, লুৎফর রহমান দুটি পাতা প্রতীকে ২ হাজার ৫১৬ ভোট, আব্দুল মালেক মিয়া অটোরিকশা প্রতীকে ২ হাজার ১৭২ ভোট, ফুল মিয়া মোটরসাইকেল প্রতীকে ১ হাজার ৭৪৮ ভোট, ফিরোজ কবির চশমা প্রতীকে ১৯০ ভোট, ফারুক আহমেদ রজনীগন্ধা প্রতীকে ৭২ ভোট ও আবু রায়হান সরকার ঘোড়া প্রতীকে ৪১ ভোট পেয়েছেন। এতে ২৫ হাজার ৫৬৪ জন ভোটারের মধ্যে ২০ হাজার ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দৈতিহীন ভাবে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান পদে দশ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও চন্ডিপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. সেকান্দার আলী জাগো নিউজকে বলেন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত ছিলেন।

শামীম সরকার শাহীন/এমআইএইচএস