জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে যেকোনো মূল্যে শান্তি রক্ষা করবো

রোহিঙ্গা ক্যাম্পে যেকোনো মূল্যে শান্তি রক্ষা করার জন্য কাজ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তার একজন সঙ্গীকে নিয়ে এখানে এসেছিলেন। তারা মূলত রোহিঙ্গা ক্যাম্পে যে সহিংসতা বাড়ছে তা নিয়ে কথা বলেছেন। তিনি জানতে চেয়েছেন সেখানে সেনা, বিজিবি সদস্যসহ সবাই ওখানে রয়েছেন, এরপরও সহিংসতা কেন হচ্ছে? তিনি আর্মির এসওপির (স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর) কথা বলেছেন, সেটা আমরা ফলো করছি কি না। সবগুলো নিয়ে খোলামেলা কথা হয়েছে। আমরা এটাই বলেছি যে, ছোট একটি জায়গায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ এখানে, নানা ধরনের সমস্যা তো এখানে থাকবেই। সেসব সমস্যা থেকে তৈরি হবে সহিংসতার।

আরও পড়ুন>> হিরো আলমের ওপর হামলায় পুলিশের গাফিলতি থাকলে দেখবো

তিনি বলেন, সহিংসতায় শুধু তারাই মারা যাচ্ছে না। আমাদের সেনাবাহিনীর একজন দক্ষ অফিসারও মারা গেছেন, এয়ারফোর্সের একজন দক্ষ অফিসার মারা গেছেন। আমরা এ ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল রয়েছি, আমাদের সক্ষমতাও আমরা বাড়াচ্ছি, যাতে করে কিলিং বন্ধ হয়। এটাই আমরা তাকে জানিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর্মি আমাদের স্ট্যান্ডবাই থাকে সবসময়। যদি প্রয়োজন হয় আমরা আর্মিকেও ব্যবহার করবো। সেই এসওপি আমরা তৈরি করেছি। সেই এসওপি অনুযায়ী প্রয়োজন হলে আমরা ব্যবহার করবো, সেটি আমরা তাকে জানিয়ে দিয়েছি। আমাদের সবকিছুই প্রস্তুত আছে। এখানে তারা যেন অশান্তির সৃষ্টি করতে না পারে। ১২ লাখ রোহিঙ্গার সঙ্গে টেকনাফ ও উখিয়ায় চার লাখ রয়েছেন, তারাও এখন অসহায় হয়ে পড়েছেন। সেখানে ফরেস্ট নষ্ট হয়ে গেছে, লবণ ফিল্ড নষ্ট হয়ে গেছে। এসব কিছু রোহিঙ্গাদের দখলে চলে গেছে, এসব নিয়ে কথা হয়েছে।

আরও পড়ুন>> মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান রাষ্ট্রপতির

তিনি আরও বলেন, আমরা বলে দিয়েছি, যত আরলি পসিবল তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাবে, আমরা যেটি মনে করি আপনারও সে কাজটি করবেন। তারাও একমত পোষণ করেছেন। আমরা যেকোনো মূল্যে সেখানে শান্তি রক্ষা করার জন্য কাজ করবো।

আইএইচআর/ইএ/এএসএম