দেশজুড়ে

টাঙ্গাইলে পদযাত্রা থেকে বিএনপির ৩ নেতাকর্মী আটক

টাঙ্গাইলে বিএনপির পদযাত্রা থেকে তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে পৌরশহরের ঈদগাঁ মাঠ থেকে বের হওয়া পদযাত্রা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টাঙ্গাইল জেলা যুবদলের অন্যতম নেতা ও শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনি পাহেলি ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সম্রাট পাহেলি ও মগড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামালি শাহিন জাগো নিউজকে বলেন, আমাদের চলমান পদযাত্রা থেকে সম্পূর্ণ বিনা উসকানিতে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের বিশেষ ক্ষমতা আইনের গায়েবি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমি এ গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, পদযাত্রার আশপাশে বিশৃঙ্খলার সৃষ্টির সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসজে/এএসএম