জাতীয়

এমপি আজীমকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ঝিনাইদহের কালিগঞ্জের সাংসদ মো. আনোয়ারুল আজীমকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই এলাকায় অবস্থান করে প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় তাকে বুধবার এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি আনোয়ারুল আজীমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা, প্রার্থীদের পোস্টার ছিড়ে ফেলাসহ নানা অপরাধের অভিযোগ কমিশনে দাখিল করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মাসুদুর রহমান মন্টু। এসব অভিযোগের সঙ্গে ভিডিওর সিডিও পাঠান তিনি। কমিশন তদন্ত করে এ ঘটনার সত্যতা পাওয়ার পর এ ব্যবস্থা নিল ইসি।   ইসির উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সংসদ সদস্য আজীম বরাবর পাঠানো হয়েছে। একই সঙ্গে জেলা পুলিশ সুপারকে এ বিষয়টি তদারকি করতে পৃথক চিঠি দিয়েছে ইসি।ঝিনাদহ জেলা পুলিশ সুপারকে পাঠানো চিঠিতে স্থানীয় এ সংসদ সদস্য যাতে এলাকায় অবস্থান করে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করতে না পারে সে বিষয়টি তদারকি করে ইসিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। অন্যদিকে এমপিকে সতর্ক করার পাশাপাশি দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কমিশন। প্রসঙ্গত, আগামী ২০ মার্চ ১০ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হচ্ছে- রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝালকাঠী সদর, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাংগলকোট, ফরিদপুরের ভাংগা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ফেনীর সোনাগাজী ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা।এইচএস/এনএফ/এবিএস