দেশজুড়ে

নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ওমর ফারুক (৪৫) নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ফারুক হোসেন জেলার সদর উপজেলার পলাশবাড়ী গ্রামের মৃত আব্দুল গাফফারের ছেলে।

আরও পড়ুন: পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, তার বাড়ির থাম্বার একটি ড্রপ তার নিচ দিকে ঝুলে ছিল। ওমর ফারুক কাঁচা বাঁশ দিয়ে ওই তার উপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা ওমর ফারুককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

জেএস/এএসএম