দেশজুড়ে

কিশোরদের হামলায় হাসপাতালে স্বামী-স্ত্রী

মাদারীপুরে প্রকাশ্যে চলন্ত রিকশা থেকে নামিয়ে স্বামী-স্ত্রীর ওপর হামলা চালিয়েছে ১৫-২০ জন কিশোর।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে শহরের পৌরসভার সামনে এ ঘটনা ঘটেছে। আহত স্বামী-স্ত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

আহত রুবেল শিকদার পেশায় রাজমিস্ত্রি। সে মাদারীপুর সদর উপজেলার সৈদারবালী এলাকার হারুণ শিকদারের ছেলে। আর সুমি আক্তার রুবেল শিকদারের স্ত্রী।

স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্ত্রী সুমিকে নিয়ে পুরান বাজার যাচ্ছিলেন রুবেল শিকদার। পথে পৌরসভার সামনে আসলে ১৫-২০ জন কিশোর রুবেলকে রিকশা থেকে নামিয়ে বেদম মারধর করে। এসময় তার স্ত্রী সুমি বাধা দিতে এলে তাকেও পিটিয়ে আহত করে।

আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের হামলা, যুবক নিহত

রুবেল শিকদার বলেন, আগে থেকে ওঁৎ পেতে থাকা স্থানীয় রবিন বেপারি ও আরমানসহ বেশ কয়েকজন মিলে আমাকে রিকশা থেকে নামিয়ে মারধর করে। পরে আমার স্ত্রীর ওপর হামলা চালায় তারা। এসময় আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

আহত রুবেলের স্ত্রী সুমি আক্তার বলেন, ওরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এর সুষ্ঠু বিচার চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, হামলার ঘটনার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। বিষয়টি বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

অভিযুক্তদের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এএসএম