জাতীয়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বৃহস্পতিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এসব কর্মসূচিতে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহষ্পতিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এসএম খুরশিদ-উল-আলমের স্বাক্ষরিত এক ফ্যাক্স-বার্তায় জানানো হয়েছে, সকাল ৯টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক হেলিকপ্টারযোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং সকাল ১০টায় তারা টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন।এ সময় তিনবাহিনীর একটি চৌকষ দল তাদেরকে গার্ড অব অনার প্রদর্শন করবে। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্সের পাবলিক প্লাজায় আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন।এছাড়াও তিনি মাজার কমপ্লেক্সে আয়োজিত ৭ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করবেন এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন। দুপুরে নিজ বাসভবনে নামাজ আদায় ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বুধবার বিকেলে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানিয়েছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সকল প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে।পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানিয়েছেন, টুঙ্গিপাড়া মাজার কমপ্লেক্স ও আশপাশ এলাকাসহ গোপালগঞ্জে কঠোর নিরাপত্তাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এস এম হুমায়ূন কবীর/ এমএএস/এবিএস