পঞ্চগড়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ‘রঙধনু ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন উৎসবের আয়োজন করে।
পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান উৎসবের উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ২১ ধরনের দেশীয় ফল দিয়ে বিপিজেএ’র ফল উৎসব
দিনভর ফল উৎসবের বিভিন্ন স্টলে আম, জাম, লিচু, কাঁঠাল, কলা, ড্রাগন, গোলাপজাম, জামরুল, খেজুর, বেল, কমলা, মালটা, কাজু বাদাম, আলু বোখরা, আনারস, কাটলিচু, কিসমিস, জায়তুন, পিচফল ও আতাসহ বিভিন্ন রকমের পরিচিত এবং অপরিচিত ফল প্রদর্শন করা হয়।
রঙধনু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার বলেন, ফলকে পরিচয় করিয়ে দিতে এবং ফলের গুণাগুন জানাতে আমাদের এ আয়োজন। উৎসবে অর্ধ শতাধিক দেশি-বিদেশি ফল প্রদর্শন করা হয়।
এসএইচআইএস/আরএইচ/জেআইএম