দেশজুড়ে

খাগড়াছড়িতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ: পুলিশের মামলায় আসামি ৮৫৭

খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও রক্তাক্ত জখম করার অভিযোগে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১৫৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় ৬০০-৭০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

বুধবার (১৯ জুলাই) পুলিশের উপপরিদর্শক (এসআই) মিনহাজুল আবেদিন বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি করেন।

মামলায় উল্লেখ্য আসামিরা হলেন- খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা।

এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ জুলাই) সকালের দিকে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা এবং বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পৌরসভা ভবনের বিভিন্ন দফতরে প্রবেশ করে ভাঙচুর ও ক্ষতিসাধন করে। এতে বাধা দিতে গেলে মামলার নামধারীসহ অজ্ঞাতপরিচয় আসামিরা পুলিশের ওপর হামলা ও রক্তাক্ত জখম করে।

এ সময় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন আহত হন। এতে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম ও অ্যাডভোকেট ইকো চাকমাসহ অওয়ামী লীগ-বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় এরইমধ্যে ১৫ জনকে আটক করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম