দিনাজপুরের ১০ মাইল মহাসড়কের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সামনে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পরে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল জানান, একদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নেওয়ার জন্য সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে বাস নিয়ে বিএনপির নেতাকর্মীরা দিনাজপুরে আসছিলেন। দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাস আটক করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর করে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে ক্যাম্পাসে ঢুকে হাবিপ্রবির বিভিন্ন আবাসিক ভবনের জানালার কাচ ও মূল ফটক ভাঙচুরের চেষ্টা করেন। এরপরই বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এই ঘটনায় চারটি বাস ভাঙচুর করা হয়। দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাবিপ্রবির ছাত্রলীগ নেতা শাহ আলম দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। তারা আবাসিক ভবনের জানালার কাচ ভাঙচুর করেছেন। ভেটেরিনারি হাসপাতালের সামনের মূল ফটক ভাঙচুর করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশীদ বলেন, ছাত্রলীগের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাসে ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। আমরা তাদের শান্ত করার চেষ্টা করি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ডিবি ও থানা পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
এমদাদুল হক মিলন/এমআরআর/এএসএম