দেশজুড়ে

স্কুলের ছাদের পলেস্তারা খসে হাসপাতালে ছাত্র

পটুয়াখালীর আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছাদের পলেস্তারা খসে মো. নাজমুল (১৪) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহত শিক্ষার্থী নাজমুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক বলেন, বুধবার সকাল ১০টায় আমরা বিদ্যালয়ের পাঠদান শুরু করেছিলাম। সপ্তম শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ অনেকখানি জায়গা নিয়ে ছাদের পলেস্তারা খসে পরে। ভারী পলেস্তারা নাজমুলের মাথার ওপর পরায় রক্তাক্ত জখম হয়।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে পুরাতন ভবনে ঝুঁকি নিয়ে আমাদের ক্লাস করাতে হচ্ছে। আহত নাজমুলকে এক পল্লিচিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/এএসএম