অপরাজেয় বাংলাদেশ নামক সংগঠনের নেতা কর্মীরা বলেছেন, “যার নেতৃত্বে মুক্তিযুদ্ধে জয়লাভ করে পৃথিবীর মানচিত্রে পরিবর্তন হয়েছিল, লালা সবুজের পতাকা পেয়েছিলাম, তার জন্মদিন মানেই ‘জাতীয় শিশু দিবস’।”এর আগে বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৬ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে সংগঠনটি। পরে এ সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।সমাবেশে বক্তারা আরো বলেন, শিশু আইন ১৯৭৪ বঙ্গবন্ধু মহান জাতীয় সংসদে উত্থাপন করেন। যা জাতিসংঘ শিশু অধিকার সনদের প্রায় ১৫ বছর পূর্বেই শিশুদের সুরক্ষা নিশ্চিত করেছিলেন। এমন দূরদর্শি নেতা পৃথিবীতে একজনই, আর তিনি হলেন বঙ্গবন্ধু।আজকের শিশুরা একটি দিনের জন্য হলেও কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুকে জানতে, চিনতে ও হৃদয়ে ধারণ করতে পারবে বলে মন্তব্য করেন তারা।এএস/আরএস/আরআইপি