ক্যাম্পাস

শাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির অনুমোদন স্থগিত

অনুমোদনের দেড় মাসের মাথায় নবগঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটিকে তিন মাসের জন্য স্থগিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। বুধবার উপাচার্য এক লিখিত আদেশে এ কমিটি স্থগিত করেন।ওই আদেশে শাবির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে শিক্ষক (সাস্টিয়ান শিক্ষক) ও সংশ্লিষ্ট মহলের সাথে আলাপ করে গঠনতন্ত্র প্রস্তুত ও নতুনভাবে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে যথাযত ব্যবস্থা নিতে বলা হয়েছে।জানা যায়, গত ১ ফেব্রুয়ারি উপাচার্য প্রাক্তন শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন এবং ৫ মার্চ সংবাদ সম্মেলন করে কমিটি পরিচিতি ঘোষণা করে আহ্বায়ক কমিটি।অনুমোদনের সময় উপাচার্য আহ্বায়ক কমিটিকে আগামী এক বছরের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং শাবি শিক্ষকদের পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা হিসেবে স্থান দিতে বলেন।পরবর্তীতে ১০মার্চ কমিটি অনুমোদন প্রক্রিয়ায় পদ্ধতিগত ত্রুটি থাকার অভিযোগ তুলে ক্যাম্পাসে অবস্থানরত সকল শাবি গ্রাজুয়েটরা ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তারা শাবি শিক্ষক সমিতির মাধ্যমে তীব্র নিন্দা ও বর্তমান কমিটি স্থগিত/বাতিল করে সকলের অংশগ্রহণে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।বিষয়টি জানতে জানতে চাইলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির ২য় যুগ্ম আহ্বায়ক মুস্তফা মনোয়ার সুজন জানান, কমিটি অনুমোদনের সময় উপাচার্যের নির্দেশনা ছিল এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। এখন যেহেতু তিনি কমিটি তিন মাসের জন্য স্থগিত করেছেন আশা করি এই সময়ে মধ্যে সংশ্লিষ্ট সকল মহলের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি করা যাবে।আব্দুল্লাহ আল মনসুর/এফএ/আরআইপি