বিশেষ প্রতিবেদন

১৪ বছরে সহিংসতা কমেছে ৯২ ভাগ

২০০২ সাল। পুলিশের হিসেব অনুযায়ী, সে বছর দেশে দাঙ্গা-সহিংসতার ঘটনা ঘটেছিল মোট এক হাজার ২৭৬টি। যার অধিকাংশই ছিল রাজনৈতিক, আধিপত্য বিস্তার এবং ধর্মীয় ইস্যুতে। সময়ের সঙ্গে দেশে বেড়েছে অন্যান্য অপরাধ। তবে অবিশ্বাস্য হলেও সত্য যে, গত ১৪ বছরে কমেছে সহিংসতার ঘটনা।পুলিশ হেড কোয়ার্টার্সের এক হিসেবে দেখা গেছে, গত ১৪ বছরে দাঙ্গা-সহিংসতার ঘটনার সংখ্যা কমেছে প্রায় ৯২ শতাংশ। চার অংকের পরিসংখ্যান নেমে এসেছে দুই অংকের ঘরে। গত বছর অর্থাৎ ২০১৫ সালে সহিংসতার ঘটনা ছিল মাত্র ৯৩টি। এটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির অন্যতম একটি সূচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।হেড কোয়ার্টার্সের তথ্য অনুযায়ী, ২০০৩ সালে দাঙ্গার ঘটনা ছিল ৮৯০টি, ২০০৪ সালে ৭৫৪টি, ২০০৫ সালে ৫৭০টি, ২০০৬ সালে ৫৭০টি, ২০০৭ সালে ২৬৩টি, ২০০৮ সালে ২০৩টি, ২০০৯ সালে ১১২টি, ২০১০ সালে ১৩০টি, ২০১১ সালে ১০৯টি, ২০১২ সালে ৯৪টি, ২০১৩ সালে ১৭২টি, ২০১৪ সালে ৭৯টি এবং ২০১৫ সালে মোট ৯৩টি সহিংসতার ঘটনা ঘটে।১৯৯৬ সাল থেকে নানা কারণে উত্তপ্ত রয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এ সময়ে হরতাল-অবরোধসহ নিয়মিত চলত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। এতে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন সহিংসতার ঘটনা প্রায় ঘটত। ২০০০ সালের পর চারদলীয় জোট ক্ষমতায় গেলেও পাল্টায়নি চিত্র। ওই ৫ বছরই চলেছে আওয়ামী লীগের আন্দোলন।কয়েকটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বড় ধরণের সহিংসতার ঘটনা ঘটে ২০০৬ সালে। ডেনমার্কের একটি পত্রিকায় মহানবী হযরত মোহাম্মদ(স.) কে নিয়ে বিদ্রুপ করে কার্টুন ছাপানোর দায়ে সারা বিশ্বে সহিংসতা ছড়িয়ে পরে। ব্যতিক্রম ছিল না বাংলাদেশেও। এ  ঘটনায় রাজধানীতে ইসলামিক দলগুলো হরতাল ও ভাঙচুর করে দাঙ্গা সৃষ্টি করে।বড় ধরণের সহিংসতার ঘটনার মধ্যে ২০১৩ সালের ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচি উল্লেখযোগ্য। ২০১৪ সালে হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধেও ধর্মীয় দলগুলো সহিংসতায় জড়িয়ে পড়ে। ২০১৫ সালের লাগাতার ৯৩ দিনের অবরোধেরও প্রায় শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। মানবতাবিরোধীদের বিচারেও নিয়মিত সহিংসতায় জড়িয়ে পরে জামায়াতে কর্মীরা।গত কয়েক বছরে সহিংসতার ঘটনা কম হওয়ার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শক্তিশালী ইন্টেলিজেন্স আর সরকারের চেষ্টায় সহিংসতা কমানো সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্তি উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার জাগো নিউজকে বলেন, সরকারের চেষ্টা ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বর্তমানে কোনো রাজনৈতিক সহিংসতা নেই। দাঙ্গা-সহিংসতার মতো ঘটনা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেক অভিজ্ঞ।  এডিসি আরো বলেন, ইন্টেলিজেন্স কালেকশনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনী আগে থেকেই সম্ভাব্য দাঙ্গার খবর পেয়ে যাচ্ছে। এ থেকে তারা প্রতিরোধমূলক ব্যবস্থাও নিচ্ছে। এআর/আরএস/এএইচ/এবিএস