সাহিত্য

সাইদ নাইমের দুটি কবিতা

জীবনরে তুই এত সুন্দর

এত রাত, শেষ হবার নয়প্রতি রাত, অমাবস্যাময়এই আঁধার, কবে ফুরোবেএই রাত, ভোর হবে কবেএমনও রাতে, নিশুতি রাতেহবে অবসান, দুঃখেরা সবইআঁধারের মালা গলাতে গাথিরাতের সাথে ঝুলে থাকি

জীবনরে তুই এত সুন্দর!

মাঝে শুধু স্বপ্নে আসেআধা বাঁকা চাঁদ,আধ খাওয়া চাঁদ,আধ পোড়া সে চাঁদ,রক্তিম রাঙা সে চাঁদ,জ্যোৎস্নার মালা থাকে ঝুলেচান্দের সাথে ঝুলে পড়ি, জ্যোৎস্নার মালা গলে

জীবনরে তুই এত সুন্দর!

এই যে ভোর, দিন-নয়সকাল আসে আলোকময়সূর্যের রাঙা হাসিসাত রং রাশি রাশিরংধনুর রঙে মালা ঝোলে সূর্যের সাথে ঝুলে পড়িরামধনুর সে মালা গলে

****

ঈর্ষায় ঈশ্বর

এক সাগর জল হয় ক’ফোটা জলেনাকি প্রতি ফোটা জলই সাগরসমসমুদ্রে বৃষ্টি ঝরে, মন্থন মেঘে মেঘে

বজ্রনিনাদ দুনিয়ার সুতীব্র শীৎকারতীব্র আলো ঝলকানিতে আন্ধা ঈশ্বরওঠে ঝড়, বুকে প্রলয়, ধাবমান ঈর্ষার

তারই প্রত্যাশায়, স্বর্গচ্যুতি ঘটে আবারমানুষ ছদ্মবেশে ঈশ্বর, জন্ম হাজারঅরুচি অপ্সরায়, সৃজন করে অবতার

আসে ব্যাটা কেষ্ট, খোঁজে দোর রাধার

স্বর্গ করে সৃজন মানুষের পুরস্কারমর্ত্য চষে বেড়ায় পেতে সুখ স্বর্গেরমানুষ, মানুষই হইতে পারে ঈশ্বর

এক নদী তৃষ্ণা, ক’সাগর জলে মেটেএক চুমু প্রেম, ক’জন্মে জোটে!

এসইউ/জেআইএম