ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. ইদ্রিস হাসানের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে কোনো এক সময় উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইদ্রিস হাসান অভিযোগ করে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার ভোররাতে কোনো একসময় দুর্বৃত্তরা তার তারুয়া বাজারের কাছে ২ ও ৫ নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে। এতে তার নির্বাচনী প্রচারণা পত্র, লিফলেট, পোস্টার, ব্যানার ও নৌকা প্রতীক পুড়ে গেছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এবং কর্মীদের আতঙ্কিত করার জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।আজিজুল আলম সঞ্চয়/এফএ/আরআইপি