ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রৌসেফের পদত্যাগের দাবিতে বুধবার দেশটির রাজধানী সাও পাওলোয় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। সমালোচকরা বলছেন, দুর্নীতির ঘটনা তদন্তের পর লুলার আটক হওয়া থেকে ঠেকাতে তাকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির বিরোধীদলীয় রাজনীতিক রুবেন বুয়েনো বলেন, ক্ষমতাসীনদের হাতে এভাবে ব্রাজিল চলতে পারে না। তারা যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে তাদের অবস্থানের ব্যবহার করছে। তবে বিরোধীদের এ দাবিকে নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট রৌসেফ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেন, লুলাকে বেছে নেওয়া হয়েছে অভিজ্ঞতার জন্য এবং চমৎকার অর্থনৈতিক নীতির রেকর্ড রয়েছে তার। তিনি সাহায্য করতে চলেছেন, আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীল রাজস্ব ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের দিকে ফিরে তাকাতে যাচ্ছি। `অপারেশন কার ওয়াশ` নামে একটি প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারে জড়িত অভিযোগে গত ৪ মার্চ লুলাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের ভয়াবহ দুর্নীতিতেও লুলা জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে লুলা এসব অভিযোগ অস্বীকার করে বলছেন, ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচন থেকে ঠেকাতে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে।এসআইএস/আরআইপি