ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই সহোদর। নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জগলুল পাশার প্রতিদ্বন্দ্বী এবার তারই ছোট ভাই ঘোড়া প্রতীকের জাফরিন পাশা।এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা গেছে, মান্দারবাড়িয়া গ্রামের এস.এম রবিয়ল হোসেনের দুই ছেলে বিএনপি করে। জগলুল পাশা মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। জাফরিন পাশা একই ইউনিয়ন যুবদলের সভাপতি।আব্দুর রাজ্জাক নামের এক ভোটার জানান, সব দলেই বিদ্রোহী থাকে। কিন্তু ভায়ের বিরুদ্ধে ভাই বিদ্রোহী এটা খুব একটা দেখা যায় না।এ ব্যাপারে বড় ভাই জগলুল পাশা জানান, তিনি দলীয় প্রতীক পাওয়ায় নির্বাচন করছেন।অপরদিকে ছোট ভাই জাফরিন পাশা জানান, গত নির্বাচনের সময় বড় ভাই বলেছিলেন আগামী নির্বাচনে এই পদ তার জন্য ছেড়ে দেবেন। নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকবেন এবং জয়ী হবেন বলে আশা করছেন তিনি।আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।এফএ/এবিএস