দেশজুড়ে

রেললাইনে বসেছিলেন ভ্যানচালক, ট্রেনের ধাক্কায় গেলো প্রাণ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) রাত ৮টার দিকে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রাম সংলগ্ন রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক কাবরান আলী (৪০) আমিরপুর গ্রামের মৃত ওহিদ আলীর ছেলে।

মোমিনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতন জানান, শনিবার রাতে বাড়ির সামনে রেললাইনের ওপর কাবরান আলী বসেছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস আসলেও তিনি টের পাননি। ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে কিছুদূর নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান কাবরান আলী।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

হুসাইন মালিক/এমআরআর