প্রথম স্ত্রীকে ঘরে রেখেই নতুন আরও একটি বিয়ে করেছেন সজল। এ নিয়ে তার সংসারে চলছে নানারকম ঝুট-ঝামেলা। একপর্যায়ে এ কলহ আরও তীব্র হয়ে ওঠে। এদিকে দ্বিতীয় স্ত্রী খুব একটা ভাল মেয়ে নয়। না যা ভাবছেন আসলে তা নয়, এসব সজলের বাস্তব জীবনের ঘটনা নয়।এমন ঘটনার একটি নাটকে অভিনয় প্রসঙ্গে সজল বলেন,নাটকের গল্পটি অনেক সুন্দর। অনেক ট্র্যাজেডি দেখা যাবে। একাধিক স্ত্রী থাকলে মানুষের জীবন কতটা সঙ্কটপূর্ণ হয়ে ওঠে তা দেখা যাবে এতে। নাটকে দর্শকের জন্য কিছু শিক্ষণীয় বিষয় থাকছে।এই নাটকটি সম্পর্কে বাঁধন বলেন, আমার কাছে বরাবরই ভিন্নধর্মী নাটকে অভিনয় করতে ভাল লাগে। আমার চরিত্রটি এখানে ভালভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকটি দর্শক উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস। জি এম সৈকতের পরিচালনায় ‘কলাপাতার ঘর’ খণ্ড নাটকে এ ধরনের গল্প দেখা যাবে। এতে সজলের প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন লাক্স তারকা আজমেরী হক বাঁধন। আর দ্বিতীয় স্ত্রী হিসেবে দেখা যাবে নবাগত সৃষ্টিকে।