পাবনায় বিএনপি ও যুবদল নেতাদের বাড়ি ও দোকানে হামলার ঘটনা ঘটেছে। এসময় একটি প্রাইভেটকারও ভাঙচুর করা হয়।
শনিবার (২২ জুলাই) দিনগত রাত পৌনে ১টার দিকে পাবনা সদরের আরিফপুর মহল্লায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক বাহার হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নয়নের বাড়িতে এ হামলা ও ভাঙচুর চালানো হয়।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, শনিবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত পাবনা সদরের আরিফপুরে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপনের বাড়িতে হামলা চালায়। এরপর হামলাকারীরা জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক বাহার হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নয়নের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় সড়কের পাশে বিএনপি নেতাদের দুটি দোকান ও একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। পরে হুমকি দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন বলেন, আমারসহ অনেকের বাড়িতে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। আমার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুড়েছে তারা।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘আমি ঢাকায় আছি। শুনলাম আমাদের দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমিন ইসলাম জুয়েল/এসআর/জিকেএস