বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চাকরি ছেড়ে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছেন পল স্মলি। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে ছিলেন অস্ট্রেলিয়া বংশোদ্ভূত এই ব্রিটিশ। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনেও একই পদে যোগ দিয়েছেন।
২০১৬ সাল থেকে বাফুফেতে কাজ করেছেন পল স্মলি। মাঝে একবার চাকরি ছেড়ে আবার ফিরে এসেছিলেন। তার দায়িত্ব পালনের সময় অনেক বিতর্কিত কাজ করেছেন। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে চাকরি করলেও তিনি পড়ে থাকতের মেয়েদের ফুটবল নিয়ে। বাফুফের বেতনভূক্ত কর্মকর্তা হলেও সভাপতি কাজী মো. সালাউদ্দিন ছাড়া আর কাউকে তেমন পাত্তা দিতেন না।
ফিফা কর্তৃক বাফুফের সাবেক সাধারণ সম্পাদক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর থেকেই কেটে পড়ার ধান্দায় ছিলেন পল। এখানে কাজের পরিবেশ নেই- এমন অজুহাত দেখিয়ে বেতন বাড়িয়ে নেওয়ারও চেষ্টা করেছেন। বাফুফে বেতন বৃদ্ধি করতে রাজী না হওয়ার পর তিনি পাড়ি জমান মালদ্বীপে।
পল স্মলি যাওয়ার আগে সর্বশেষ বিতর্কিত কাজ করেছিলেন নেপালের বিপক্ষে দুই ম্যাচে সাবিনাদের দায়িত্বে না থেকে। এমন কি তিনি ফিটনেস ট্রেনার ইভার রাজলককেও দলের সঙ্গে থাকতে দেননি। প্রায় এক বছর চুক্তি থাকার পরও তিনি চলে যান বাফুফের দুঃসময়ে।
মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন রোববার পল স্মলিকে তাদের টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
আরআই/আইএইচএস/