টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক চারলট এডওয়ার্ডস। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।এর আগে উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৭২ রানের বড় ব্যবধানে হেরেছে জাহানারারা। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের জন্য।টস হারের পর বাংলাদেশ অধিনায়ক জাহানারা আলম বলেন, ‘আমরা টস জিতলেও ব্যাটিং নিতাম। এখন বল করতে হবে। গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এ ম্যাচে ব্যবহার করতে হবে। আশা করি ভালো করতে পারবো। দলে একটি পরিবর্তন হয়েছে। সানজিদার পরিবর্তে দলে এসেছেন ফারজানা।’বাংলাদেশ দল : জাহানারা আলম, আয়শা রহমান, শারমিন আক্তার, ফারজানা হক, রুমানা আহমেদ, নিগার সুলতানা, লতা মন্ডল, সালমা খাতুন, ফাহিমা খাতুন, নাহিদা খাতুন ও খাদিজা তুল কুবরা।আরটি/এইএইচএস/এবিএস