খেলাধুলা

ইংল্যান্ড শিবিরে জাহানারার আঘাত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে লড়ছে বাংলাদেশের মেয়েরা। দুই ইংলিশ ওপেনার অধিনায়ক চারলট এডওয়ার্ডস ও টামি বিউমন্ট দারুণ শুরু করেন। তবে পঞ্চম ওভারে ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা। বিউমন্টকে (১৮) সরাসরি বোল্ড করেন তিনি।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড নারী দলের সংগ্রহ ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪৪ রান। ২১ রান নিয়ে ব্যাট করছেন এডওয়ার্ডস। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন সারাহ টেইলর (২)। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক চারলট এডওয়ার্ডস। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৭২ রানের বড় ব্যবধানে হেরেছে জাহানারারা। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। আরটি/একে/পিআর