ইংলিশ শিবিরে আঘাত হেনেছেন বাংলাদেশের ফাহিমা খাতুন। বিধ্বংসী ব্যাটসম্যান সারাহ টেইলরকে (৯) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলছেন তিনি। এর দুই বল পরেই হেথার নাইটকে (১) নিজের বলে নিজে ক্যাচ ধরে সাজঘরে ফেরান খাদিজা-তুল-কুবরা।তবে ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাতটি হেনেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা। বিউমন্টকে (১৮) সরাসরি বোল্ড করেন তিনি।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড নারী দলের সংগ্রহ ১১ ওভারে তিন উইকেট হারিয়ে ৭৫ রান। ৪০ রান নিয়ে ব্যাট করছেন এডওয়ার্ডস। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন নাতালি স্কিভার। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক চারলট এডওয়ার্ডস। দুই ইংলিশ ওপেনার অধিনায়ক চারলট এডওয়ার্ডস ও টামি বিউমন্ট দারুণ শুরু করে তারা।আরটি/এআরএস/পিআর