খেলাধুলা

এমবাপেকে কেনার গুঞ্জন প্রত্যাখ্যান করলো বার্সা

কিলিয়ান এমবাপে পিএসজিতে থাকবেন কি থাকবেন না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পিএসজি চাচ্ছে এমবাপেকে ধরে রাখতে। কিন্তু এমবাপে নিজে চাচ্ছেন, পিএসজি ছাড়তে। এরই মধ্যে তাকে কেনার জন্য বড় ধরনের প্রস্তাব দিয়ে বসেছে সৌদি ক্লাব আল হিলাল। লিওনেল মেসিকে কিনতে না পেরে এখন আল হিলাল চায় এমবাপেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা দিয়ে কিনতে।

এমবাপে সৌদি ক্লাবে যাবেন কি না, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এরই মধ্যে আরও একটি খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। ফরাসি পত্রিকা এল ইকুইপে রিপোর্ট করেছে, বার্সেলোনা এবং পিএসজি কিলিয়ান এমবাপের ট্রান্সফারের ব্যাপারে একমত হতে যাচ্ছে। এ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ফ্রান্স এবং স্পেনের এই দুই ক্লাব।

কিন্তু এল ইকুইপের করা এই রিপোর্টের কড়া প্রতিবাদ জানিয়েছে বার্সা। সে সঙ্গে এমবাপের ব্যাপারে যে গুঞ্জন উঠেছে, সেটাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তারা। জানিয়ে দিয়েছে, এমবাপের ব্যাপারে তাদের কোনো আগ্রহই নেই।

স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, বার্সেলোনা এমবাপের ব্যাপারে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। এ নিয়ে যা কিছু প্রচলিত হয়েছে, সবই গুজব। সবচেয়ে বড় কথা, এমবাপেকে কেনার জন্য অনেক আগে থেকেই মাঠে নেমে আছে রিয়াল মাদ্রিদ। ব্যাটে-বলে মিলে গেলে এমবাপের রিয়ালেই যাওয়ার সম্ভাবনা বেশি।

আবার বার্সেলোনার খেলোয়াড় কেনার ক্ষেত্রে অর্থনৈতিক বাধার বিষয়টাও সামনে রাখতে হবে। সীমার বাইরে গিয়ে কাউকে তারা দলে নিতে পারবে না। চলতি মৌসুমে এখনও পর্যন্ত তিনজন ফুটবলারকে দলে নিয়েছে বার্সা।

ম্যানসিটির ট্রেবলজয়ী অধিনায়ক ইলকায় গুন্ডোগান, ইনিগো মার্টিনেজ এবং ওরিওল রোমেউ। এই তিনজনের সঙ্গে চুক্তি চূড়ান্ত করলেও তাদেরকে এখনও বর্তমান স্কোয়াডের অন্তর্ভূক্ত করতে পারেনি। কারণ, তাদের এখনও রেজিস্টার সম্পন্ন হয়নি।

আইএইচএস/