রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন হয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে এ মৎস্য সপ্তাহের কার্যক্রম।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।
উদ্বোধনের পর সেখান থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে আমন্ত্রিত মৎস্যচাষী, মৎস্যজীবীসহ অনেকে অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসক আবু কায়সার খানের বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
পড়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে অফিসার্স ক্লাবে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটোন, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু প্রমুখ।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
রুবেলুর রহমান/জেএস/জিকেএস