নোয়াখালীতে বাড়ি বাড়ি গিয়ে বিশেষ ‘ক্যারাভ্যানে’ প্রদর্শিত হচ্ছে সরকারের ১৫ বছরের উন্নয়ন কর্মকাণ্ড। গ্রামের উৎসুক নারী-পুরুষসহ কিশোর-যুবকরা জড়ো হচ্ছেন উন্নয়নের এসব ভিডিওচিত্র দেখতে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে এমন একটি ক্যারাভ্যানের উদ্বোধন করেন চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির।
পরে সেটি সন্ধ্যায় সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজারঘাটসহ বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের ভিডিও প্রদর্শন করবে বিশেষ এ গাড়ি।
ক্যারাভ্যানের উদ্বোধন উপলক্ষে বিকেলে সোনাইমুড়ীর জয়াগ কলেজ মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সালেহ আহমেদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কয়েক হাজার নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মী উপস্থিত হয়। পরে পিকআপভ্যানের সঙ্গে লাগানো ১২০ বর্গফুটের একটি এলইডি প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়। সন্ধ্যার পর থেকে এটি বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করছে।
জয়াগ বাজারে কথা হয় স্থানীয় কৃষক আবদুল মান্নানের (৫৫) সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, টেলিভিশনে সরকারের বিভিন্ন উন্নয়নের খবর শুনেছি। কিন্তু জাহাঙ্গীর কবিরের প্রচার গাড়িতে সুন্দর করে গানে গানে বিভিন্ন প্রকল্প তুলে ধরা হচ্ছে। দেখতে ভালোই লাগে।
এ বিষয়ে জাহাঙ্গীর কবির জাগো নিউজকে বলেন, বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আমূল পরিবর্তনসহ ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু গ্রামাঞ্চলে তেমন প্রচার নেই। তাই মা-বোনদের কাছে ওই তথ্য পৌঁছাতে ভিডিওচিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ীতে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
এদিকে, গত কয়েকদিন আগে সরকারের উন্নয়ন প্রচারে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ীর ৫০ স্থানে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবার উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির। এতে দলের নেতাকর্মীরা মোবাইল ফোনে ফ্রি ইন্টারনেট ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস