পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়ার বাসিন্দা রজনীকান্ত চাকমার ছেলে আলোপম চাকমা (৫৩), দীঘিনালার পাবলাখালীর কৃপাপুর এলাকার বাসিনন্দা জ্ঞান ময় চাকমার ছেলে প্রীতিময় চাকমা (৫৬)।
স্থানীয় ইউপি সদস্য শান্তিময় ত্রিপুরা জাগো নিউজকে বলেন, সকালে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুজন ব্যক্তিকে দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জাগো নিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তেরর জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া চলমান।
মুজিবুর রহমান ভুঁইয়া/এসজে/এএসএম