কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে শেফায়েত হাবিব (২০) নামে এক তরুণকে হত্যা করেছেন আরেক তরুণ।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদার পাড়া ও স্কুল পাড়ার মধ্যবর্তী রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত শেফায়েত চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদার পাড়ার (ওয়ার্ড নং-৫) শাহাব উদ্দিনের ছেলে। অভিযুক্ত তারিকুল ইসলাম মিশু (২০) একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়ার আবু বককরের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জাগো নিউজকে বলেন, রাস্তার ওপর বসে ছিলেন শেফায়েত হাবিব। পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে তারিকুল ইসলাম মিশু পালিয়ে যান। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে আহত হাবিবকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছার পর সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সায়ীদ আলমগীর/এসজে/এমএস