আন্তর্জাতিক

সিরিয়ায় ৩ সাংবাদিক নিহত

সিরিয়ায় সরকারি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তারা দেশটির সরকারবিরোধী মতের টেলিভিশন চ্যানেল ওরিয়েন্ট নিউজের কর্মী ছিলেন।ওরিয়েন্ট নিউজ বলেছে, নিহতরা হলেন প্রতিবেদক রামি আসমি ও ইউসুফ আল দাউস এবং ক্যামেরাম্যান সালেম খলিল। সোমবার তারা দেরা প্রদেশের শেখ মিসকিন এলাকার সংঘর্ষের খবর সংগ্রহ করতে যাচ্ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে সরকারিবাহিনী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত আছে।চ্যানেলটি বলেছে, তারা মনে করে, সাংবাদিকদের গাড়িটি শেখ মিসকিন এলাকায় পৌঁছলে তাতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। তাদের টার্গেট করেই ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে চ্যানেলটি। তবে খবরে বলা হয়েছে, তাদের বহনকারী গাড়িটি যে গণমাধ্যমের তা চিহ্নিত করার কোনো নিদর্শন ছিল না। কিন্তু চ্যানেলটির পক্ষ থেকে বলা হয়েছে, গাড়িটি যে গণমাধ্যমের তা সহজেই বোঝা যেত। কারণ গাড়িতে প্রায় ছয় ফুট লম্বা একটি স্যাটেলাইট ডিস এ্যান্টেনা ছিল।ওরিয়েন্ট নিউজ বিষয়টি কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) নামক সংস্থাকে জানিয়েছে। সংস্থাটি বলেছে, তাদের টার্গেট করে মারার বিষয়টি এখনও তারা নিশ্চিত হতে পারেনি। তবে গবেষণায় দেখা গেছে, সরকারিবাহিনী সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অংশ হিসেবে সরাসরি তাদের টার্গেট করছে।প্রসঙ্গত, সিরিয়ায় গত তিন বছরের সংঘর্ষে ৭০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। সিপিজের হিসাব অনুযায়ী, নিহত সাংবাদিকদের বেশির ভাগই স্থানীয়। এ ব্যাপারে সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর-আফ্রিকা প্রোগ্রামের সহ-সমন্বয়ক শরিফ মানসুর বলেন, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে সিরিয়ার অনেক সাংবাদিককে সর্বোচ্চ ত্যাগ (মৃত্যু) স্বীকার করতে হচ্ছে। কিন্তু সিরিয়ার মতো দেশে একসঙ্গে তিনজন সাংবাদিকের মৃত্যু অবশ্যই ভয়াবহ ব্যাপার। এ সময় সাংবাদিকদের সম্মান করতে সিরিয়া সরকারের প্রতি আহ্বান জানান তিনি। - বিবিসি