রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদী থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কারণে দৌলতদিয়ায় ১২টি বালুবোঝাই বাল্কহেড জব্দ করেছে নৌ পুলিশ। এসময় ১২ জন চালককে গ্রেফতার করা হয়।
বুধবার (২৬ জুলাই) দুপরে মামলা দিয়ে গ্রেফতার চালকদের আদালতে পাঠানো হয়েছে।
এরআগে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে বাল্কহেডগুলো জব্দ করে ১ নম্বর ফেরিঘাট এলাকায় নোঙর করে রাখা হয়।
আরও পড়ুন: ঈশ্বরদীতে বেড়েই চলছে পদ্মার পানি, তলিয়ে যাচ্ছে ফসলি জমি
জব্দ বাল্কহেডগুলো হলো-সাব্বির হোসেন, এস এম আদি, এমভি সূর্যনগর, ইয়া গাউস, এস এম আদর, এম বি ভাই বোন, মক্কা মদিনা, মক্কা মদিনা ০২, ফি আমানিল্লাহ্, ভূঁইয়া পরিবহন, আল্লাহ মহান ও মাসুদ ০২।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি জে এম সিরাজুল কবির বাল্কহেড চালকদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, নদী থেকে বালু উত্তোলন ও পরিবহনের নিষেধাজ্ঞা অমান্য করায় দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে ১২টি বাল্কহেড জব্দ ও ১২ জন চালককে (সুকানি) আটক করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/জেএস/এএসএম