দেশজুড়ে

মাসোহারা না দেওয়ায় ওসির ‘মিথ্যা মামলা’, অভিযোগ ব্যবসায়ীর

পঞ্চগড়ের তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে মাসিক চাঁদা না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া শালবাহান রোড এলাকার ব্যবসায়ী আব্দুল মজিদ। তিনি এ বিষয়ে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, গাড়ির সব কাগজপত্র বৈধ থাকলেও প্রতিমাসে পৃথকভাবে নিজে গিয়ে মাসোহারা নেন তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেন মোল্লা। কখনো বিকাশ নম্বরেও টাকা দিতে হতো তাকে। দুই মাস ধরে মাসোহারার টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক দুর্ঘটনার মিথ্যা মামলা করেছেন। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে সোমবার (২৪ জুলাই) লিখিত অভিযোগ করেন তিনি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২১ জুলাই) তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে একটি কাভার্ডভ্যানের সঙ্গে থ্রিহুইলারের ধাক্কা লাগে। এ ঘটনায় থ্রিহুইলারের চালকসহ কয়েকজন আহত হন। আহতদের একটি ইজিবাইকে করে হাসপাতালে নেওয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে থ্রিহুইলারের চালক নুরুল ইসলাম, অটোরিকশাচালক সবুজ, আগের দুর্ঘটনায় উদ্ধারকারী সহির উদ্দিনসহ একজন বাইসাইকেল আরোহী আহত হন।

গুরুতর আহত অবস্থায় থ্রিহুইলার চালক নুরুল ইসলামসহ অন্যদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন নুরুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে ভজনপুর হাইওয়ে থানাপুলিশ কাভার্ডভ্যান ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় কাভার্ডভ্যান মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।

তবে কাভার্ডভ্যানের মালিক আব্দুল মজিদের অভিযোগ, দুর্ঘটনার সময় আহত ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ট্রাকের ধাক্কায় নুরুল ইসলামসহ আরও ৪-৫ জন উদ্ধারকারী আহত হন। অথচ হাইওয়ে ওসি তার গাড়ির নামে মামলা করেছেন।

তিনি আরও বলেন, ‘ওসি জাকির হোসেন মোল্লা প্রতিমাসে আমার কাছে টাকা নিতেন। আমার ভাইও তাকে প্রতিমাসে টাকা দিতেন। টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি আমার গাড়ির নামে মিথ্যা মামলা দিয়েছেন।’

মাসোহারা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, অভিযোগকারী আব্দুল মজিদকে আমি চিনি না। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি কার তাও আমি জানি না।

তিনি বলেন, ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ও উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটিকে আটক করে আমাদের কাছে দেন। দুর্ঘটনার সময় আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি, তাদের বক্তব্য রেকর্ড করেছি। যে ট্রাকটির কথা বলা হচ্ছে, সে ট্রাকটিও আমরা জব্দ করেছি। ট্রাকমালিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

সফিকুল আলম/এসআর/জেআইএম