দেশীয় ও আন্তরর্জাতিক ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম-বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। আসাদুজ্জামান খান কামাল বলেন,একবার দুবার নয়, ঊনিশবার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। চক্রান্তকারীরা সফল না হয়ে এখনও সে অপচেষ্টা চালাচ্ছে।এসব চক্রান্ত করে জননেত্রীকে থামানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। কারণ তার ধমনিতে শেখ মুজিবের রক্ত প্রবাহিত হচ্ছে। তিনি কারো রক্তচক্ষুকে ভয় পান না। মুজিব কন্যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে ধাবিত হচ্ছে।বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা বঙ্গমাতাকেও স্মরণ করছি। কারণ তিনি পর্দার আড়াল থেকে বঙ্গবন্ধুকে সাহস জুগিয়েছেন।আয়োজক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আসাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক,অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাসান জামিল, সিদ্ধিশ্বরী ডিগ্রি কলেজের অধ্যাপক ম.ফয়েজ হোসেন প্রমুখ।এএস/এসকেডি/পিআর