দেশজুড়ে

নেত্রকোনায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে

নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন রানাসহ সাতজনের জামিন নামঞ্জুর করে দিয়েছেন আদালত। দ্রুত বিচার আইনের একটি মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

বুধবার (২৬ জুলাই) দুপুরে তারা নেত্রকোনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মোস্তাক আহম্মেদ তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. শাহজাহান মিয়া।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ মে দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের উপনির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনসহ তার কর্মী-সমর্থকরা নৌকার মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা করেন। এতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ২ জুন জেলা শহরের বড় বাজার এলাকার বাসিন্দা ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিদ্ধার্থ শংকর পাল বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। মামলায় নাসির উদ্দিনসহ ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪০০ জনকে আসামি করা হয়। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদে সূত্রে জানা গেছে, দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আজাদ গত ১৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে শূন্যপদে গত ২৫ মে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আবদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন, খন্দকার আজিজুর রহমান ও মো. দৌলত মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে নৌকার প্রার্থী আবদুর রহমান ৫০০ ভোটে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের কাছে হেরে যান। গত ২৬ জুন নাসির উদ্দিন চেয়ারম্যান হিসেবে শপথ নেন। কিন্তু নির্বাচনের দিন দুপুরে বালি মহিশাটি দাখিল মাদরাসা কেন্দ্রের বাইরে ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে নাসির উদ্দিনের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

এ ঘটনায় গত ১ জুন শহরের সাতপাই এলাকার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল হাসান বাদী হয়ে নাসির উদ্দিনের বোন এপি, এনিসহ পাঁচজনের নাম উল্লেখ করে মারধরের মামলা করেন। এর পরদিন ২ জুন যুবলীগ নেতা সিদ্ধার্থ শংকর পাল বাদী হয়ে নাছির উদ্দিনসহ ২১ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা করেন।

নেত্রকোনা পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বলেন, আদালতের নির্দেশে চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এইচ এম কামাল/এসআর/জিকেএস