যশোর সদর উপজেলার শেখহাটি মুন্সিপাড়ায় একটি কাগজের বোর্ড মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করে রেজাউল ইসলামের কাগজের বোর্ড মিলে আগুন লাগে। কাগজের উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং মিল মালিককে খবর দেন। এরমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন।
আরও পড়ুন: গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, পুড়লো ২ ভাইয়ের বসতঘর
মিলমালিক রেজাউল ইসলাম বলেন, সন্ধ্যায় কারখানা বন্ধ করে বাড়ি চলে যাই। এরপর স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পাই। আগুনে আমার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
যশোর ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছে না।
মিলন রহমান/জেএস/এএসএম