লক্ষ্মীপুরের রামগঞ্জে সাত হাজার ইয়াবাসহ ইমাম হোসেন ও বাবুল হোসেন নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) রাতে উপজেলার কাঞ্চনপুরের ওয়াপদা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
ইমাম হোসেন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউদেরখিল গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে ও বাবুল চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল খায়ের ভূঁইয়ার ছেলে।
আরও পড়ুন: টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক
পুলিশ জানায়, ইয়াবা বিক্রির জন্য ইমাম ও বাবুল ঘটনাস্থলে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে সাত হাজার ইয়াবা উদ্ধার করা হয়। রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাওসারুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ইমাম ও বাবুল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে
কাজল কায়েস/আরএইচ/জিকেএস