পঞ্চগড়ে মিছিল করতে পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে পুলিশ সুপার বরাবর এ আবেদন করা হয়।
জেলা জামায়াতের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সুপার কার্যালয়ে লিখিত আবেদনটি পৌঁছে দেয়। প্রতিনিধি দলের সবাই পেশায় আইনজীবী। তবে পুলিশ সুপারের সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে অভ্যর্থনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের হাতে আবেদনটি জমা দেন জামায়াত নেতারা।
জেলা জামায়াতের শুরা সদস্য আজিজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী আকবর আলী, সাদিকুল আজিম, আব্দুল্লাহ আল মামুন, মুরাদ হাসান, ইলিয়াস আলী, রাহিদুল ইসলাম ও আবুল কালাম লাবু।
আবেদনে জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকের সই রয়েছে।
এতে বলা হয়, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেফতার নেতাকর্মী এবং ওলামায়ে কেরামের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা জামায়াত ৩০ জুলাই পঞ্চগড় শহরে শান্তিপূর্ণ মিছিল করবে।
এ বিষয়ে জেলা জামায়াতের শুরা সদস্য ও প্রতিনিধি দলের প্রধান আজিজুল ইসলাম বলেন, আমাদের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের আন্তরিক সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। আশা করি আবেদন মঞ্জুর করা হবে এবং পুলিশের সবধরনের সহযোগিতা পাবো।
তবে যোগাযোগের চেষ্টা করেও পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এস এম সিরাজুল হুদার বক্তব্য পাওয়া যায়নি।
সফিকুল আলম/এসআর/জিকেএস