দেশজুড়ে

১১৬ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেলো ১০৮ জন

নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ১০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষা দেওয়া ১১৬ শিক্ষার্থীর সবাই পাস করেছেন।

শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।

শতভাগ পাস ও রেকর্ড জিপিএ-৫ পাওয়ায় আনন্দে ভাসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। প্রতিবারের মতো এবারও সাফল্যের শীর্ষে প্রতিষ্ঠানটি।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক জাকির হোসেন। তিনি বলেন, প্রতিবারের মত সাফল্য ধরে রাখায় বাচ্চাদের প্রতি দোয়া ভালোবাসা তো থাকবেই। পাশাপাশি যেন তারা আরও ভালো কিছু করে সে চেষ্টা আমাদের থাকবে। আগামীতে এইচএসসির ফলও এমন হবে প্রত্যাশা করছি।

সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকী জাগো নিউজকে বলেন, এ সাফল্য প্রতিবারই চোখে পানি আনে। আমাদের চেষ্টা আর বাচ্চাদের অক্লান্ত পরিশ্রমেই আমাদের শতভাগ পাস ও রেকর্ড পরিমাণ জিপিএ-৫।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে কোনো স্পেস রাখি না। প্রতিযোগিতামূলক পড়াশোনা ও মননশীলতা সৃষ্টি করি। পরিবার ও শিক্ষকদের মধ্যে একটা সেতু বন্ধন রাখি যেন প্রতিষ্ঠানের পাশাপাশি বাড়িতেও পড়াশোনা মনিটরিংয়ে থাকে।

প্রতিবছর অভাবনীয় ফলাফলের কারণে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাজু আহম্মেদ/এসজে/জিকেএস