পুরুষদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো আরও একটি দল। পোর্ট মুরেসবাইয়ে ইস্ট এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ারে ফিলিপাইনকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উঠেছে পাপুয়া নিউগিনি।
টনি ওরা, আসাদ ভালা আর চার্লস আমিনির ঝোড়ো ফিফটিতে ৬ উইকেটে ২২৯ রানের পাহাড় গড়েছিল পাপুয়া নিউগিনি। জবাবে ৭ উইকেটে ১২৯ রানেই থেমে যায় ফিলিপাইন।
এখন পর্যন্ত নিজেদের খেলা পাঁচটি ম্যাচের সবকটি জিতেছে পাপুয়া নিউিগিনি। শনিবার তারা টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে। জাপানেরও বিশ্বকাপে নাম লেখানোর সম্ভাবনা রয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। ২০ দলের টুর্নামেন্ট হবে এটি। পাঁচটি করে দল চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলবে। প্রতি গ্রুপ থেকে সেরা দুই উঠবে সুপার-৮ পর্বে।
সুপার-৮'এ চারটি দল করে দুটি গ্রুপ হবে। প্রতি দল থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল।
আঞ্চলিক বাছাইপর্বের আগে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১২টি দল নিশ্চিত হয়ে গিয়েছিল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২২ বিশ্বকাপের সেরা আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা মূলপর্বে নাম লিখিয়েছে।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা দশে থাকার সুবাদে আফগানিস্তান এবং বাংলাদেশও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে। বৃহস্পতিবার বাছাইপর্ব থেকে এসেছে আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড। আজ নিশ্চিত হলো পাপুয়া নিউগিনি।
এমএমআর/এএসএম