বয়স ৫৩ বছর হয়ে গেছে। এখনো বিয়ের পিঁড়িতে বসা হয়নি ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। সম্প্রতি তার মা সোনিয়া গান্ধীকে এই নিয়েই প্রশ্ন করেছিলেন একদল নারী। সঙ্গে সঙ্গে সোনিয়ার উত্তর, আপনারাই ওর জন্য যোগ্য মেয়ে খুঁজে দিচ্ছেন না কেন? সম্প্রতি হরিয়ানার একদল নারী দিল্লিতে গান্ধী পরিবারের সঙ্গে দেখা করতে গেলে ঘটে এই কথোপকথন।
গত ৮ জুলাই হরিয়ানার সোনিপাত জেলার মদিনা গ্রামে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে তিনি একদল নারীকে তার বাড়িতে দুপুরের খাবার খেতে নিমন্ত্রণ জানান। তারই পরিপ্রেক্ষিতে দিল্লি গিয়েছিলেন ওই নারীরা।
অতিথিদের সঙ্গে গান্ধী পরিবারের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রাহুল।
View this post on InstagramA post shared by Rahul Gandhi (@rahulgandhi)
এর ক্যাপশনে লিখেছেন, কিছু বিশেষ অতিথির সঙ্গে মা, প্রিয়াঙ্কা ও আমার একটি স্মরণীয় দিন! সোনিপাতের কৃষক বোনেরা দিল্লিতে আসেন, তারা সঙ্গে উপহার নিয়ে এসেছিলেন এবং প্রচুর মজার কথাবার্তা হয়েছে। আমরা মূল্যবান উপহার হিসেবে পেয়েছি দেশি ঘি, লাচ্ছি, বাড়িতে তৈরি আচার এবং অনেক অনেক ভালোবাসা।
ইনস্টাগ্রামে শেয়ার হতেই ভাইরাল হয় ভিডিওটি। এতে মন্তব্য করেছেন বহু মানুষ।
রাহুল তার ইউটিউব চ্যানেলে ওই আলাপচারিতার পূর্ণাঙ্গ ভিডিওটিও শেয়ার করেছেন। সেখানে একজন মন্তব্য করেছেন, এটিই ভারত; কোনো ঘৃণা নেই, বৈষম্য নেই, শুধু বিশুদ্ধ ভালবাসা ও আতিথেয়তা।
সূত্র: এনডিটিভিকেএএ/